বাংলারজমিন
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারযশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের পট্টি বড় মসজিদের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামের মোমিনুল হকের ছেলে নুর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, পট্টি বড় মসজিদের সামনে কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ট্রাকটিকে আটক করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩
মুরাদনগরে ধর্ষণকাণ্ড / ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
৯