অনলাইন
ভিয়েনায় জাতিসংঘ দপ্তরে মহান একুশে উদযাপন
বকুল খান
(৯ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪১ অপরাহ্ন
জাতিসংঘ দপ্তর ভিয়েনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে । জাতিসংঘ ভিয়েনা দপ্তর ও বাংলাদেশ দূতাবাস ভিয়েনার যৌথ উদ্যোগে জাতিসংঘের ইনফরমেশন সার্ভিস এর তত্ত্বাবধানে মার্টিন নেসির্কি এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। প্রায় তিন শতাধিক উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। এরমধ্যে বত্রিশটি দেশের রাষ্ট্রদূত ছিলেন।
সিটিবিটিও-র নির্বাহী সচিব ড. রবার্ট ফ্লয়েড, ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় (ইউএনওভি) এর ডেপুটি মহাপরিচালক ডেনিস থাচাইচাওয়ালিট এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিসের (ইউএনওডিসি) ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইউকো ইয়াসুনাগা , ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর মহাপরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের ডেপুটি, মিস চেতনা লাখু-ভারবেক, ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি এর ডিভিশন অফ কনফারেন্স সার্ভিসেসের ডিরেক্টর, মিসেস ইভলিন ওয়েনিঘোফার, অধ্যাপক ড. সাবিন হাগ প্রমুখ রাষ্ট্রদূতকে নিয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শেষ পর্যায় বাংলাদেশ, ভারত, পেরু বুরকিনা ফাসো, শ্রীলংকার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবার প্রশংসা কুড়ায়।