ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

রোনালদোর নৈপুণ্যে কোয়ার্টারে আল নাসর

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারmzamin

স্বভাবসুলভ নৈপুণ্য দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ধারাবাহিক ছন্দে বুধবার এএফসি চ্যাম্পিয়নস লীগের ম্যাচেও গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার। রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে প্রতিযোগিতাটির শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোনালদোর নৈপুণ্যে আল ফেইহা এফসিকে ২-০ গোলে হারায় আল নাসর এফসি। এতে এএফসি চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় রোনালদোর দল। ঘরের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওটাভিও। ৮৬তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত ১৫ই ফেব্রুয়ারি পর্তুগাল অধিনায়কের গোলেই প্রথম লেগে আল ফেইহাকে ১-০ গোলে হারিয়েছিল আল নাসর এফসি। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছালো লুইস ক্যাস্ত্রোর দল। ম্যাচ শেষে গোল উদ্যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রোনালদো লিখেছেন, ‘কি অসাধারণ একটি রাত! আমরা পরের রাউন্ডে পৌঁছে গেছি। সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ।’ আল নাসর কোচ লুইস ক্যাস্ত্রো বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা জানতাম, মাঠে আমাদের ঠিক কী করতে হবে। কঠিন একটি ম্যাচ ছিল। পরের ধাপে পৌঁছাতে পেরে আনন্দিত আমরা। আমাদের নজর এখন কোয়ার্টার ফাইনালে।’ ক্যাস্ত্রো বলেন, ‘সবমিলিয়ে দারুণ পারফর্ম করেছি আমরা। এখন আমরা কোয়ার্টারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ আল ফেইহা কোচ ভুক রাসোভিচ বলেন, ‘আমাদের কাজটা ঠিকই করেছি আমরা। নিজেদের সেরাটা দিয়েছি। তবে সবাই জানে, আল নাসর শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে। সবমিলিয়ে আমরা হতাশ নই।’ আগামী ৪ঠা মার্চ এএফসি চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের দল আল এইন এফসির আতিথ্য নেবে আল নাসর। ১১ই মার্চ দ্বিতীয় লেগে আল এইনকে আতিথ্য দেবে আল নাসর।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status