ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

ঘর্মমেদীয় চর্মপ্রদাহ ‘সেবোরেইক ডারমাটাইটিস’

ডা. দিদারুল আহসান
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার

(ইংরেজি: Seborrheic dermatitis-সেবোরেইক ডারমাটাইটিস) এক ধরনের সাধারণ চর্মরোগ, যা সাধারণত মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করে। এই রোগের কারণে আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায় ও খুশকি দেখা দেয়। মুখমণ্ডল, বুকের উপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশকেও এই রোগ আক্রান্ত করতে পারে।
ঘর্মমেদীয় চর্মপ্রদাহ সমগ্র শরীরের ওপর প্রভাব ফেলে না, কিন্তু এর কারণে রোগী অস্বস্তিবোধ করতে পারে। এটি কোনো সংক্রামক রোগ নয়। অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।
সাধারণত ঘর্মমেদীয় চর্মপ্রদাহ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এর লক্ষণ দূর করার জন্য রোগীকে বার বার চিকিৎসা নেয়া লাগতে পারে। তবে সেরে যাওযার পরও এগুলো আবার দেখা দিতে পারে। এই রোগের লক্ষণগুলো পর্যবেক্ষণ করে রোগী নিজে থেকেই কিছু ব্যবস্থা নিতে পারেন বা ওষুধ গ্রহণ করতে পারেন।
ঘর্মমেদীয় চর্মপ্রদাহ খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্যাপও বলা হয়।
লক্ষণ: মাথার ত্বকের ওপর ঘর্মমেদীয় চর্মপ্রদাহ
মাথার ত্বকের উপর তীব্র প্রকৃতির ঘর্মমেদীয় চর্মপ্রদাহ।
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলো চিহ্নিত করে থাকেন:
- ত্বকের ফুসকুড়ি (Skin rash);
- শুষ্ক, খসখসে, আঁশযুক্ত ত্বক (Skin dryness, peeling, scaliness, or roughness);
- অস্বাভাবিক ত্বক (Abnormal appearing skin);
- ত্বকে চুলকানি (Itching of skin);
- মাথার অস্বাভাবিক ত্বক (Irregular Appearing scalp);
- শুষ্ক বা খসখসে মাথার ত্বক (Dry or Flaky Scalp);
- মাথার ত্বকে চুলকানি (Itchy scalp);
- ব্রণ/পিমপল (Acne or pimples);
- ত্বকের ক্ষত (Skin lesion);
- চুল পড়ে যাওয়া (Too little hair);
- ত্বকের বৃদ্ধি (Skin growth)।
কারণ: চিকিৎসকেরা ঘর্মমেদীয় চর্মপ্রদাহের সঠিক কারণ সম্বন্ধে এখনো নিশ্চিত নন। তবে এই রোগটির সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কযুক্ত হতে পারে।
- ম্যালাসেজিয়া নামক এক ধরনের ইস্ট (ছত্রাক) যা ত্বকের তৈলগ্রন্থিতে থাকে।
- সোরিয়াসিসের (এক ধরনের চর্মরোগ) সঙ্গে সম্পর্কযুক্ত প্রদাহজনিত (ইনফ্ল্যামেটরি) প্রতিক্রিয়া।
বসন্ত ও শীতকালের শুরুতে এই রোগ তীব্র আকার ধারণ করে।
যারা ঝুঁকির মধ্যে আছে
লিঙ্গ: পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা বেশি থাকে।

বিজ্ঞাপন
নারীদের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার সম্ভাবনা ১ গুণ কম।

জাতি: শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা ১ গুণ কম। কৃষ্ণাঙ্গ, স্পেনীয়-বংশোদ্ভূত ও অন্যান্য জাতির মানুষের মধ্যে এই রোগ নির্ণয় হওয়ার গড়পড়তা সম্ভাবনা থাকে।
বর্তমানে বাংলাদেশে পুরুষরা  এই রোগটিতে বেশি আক্রান্ত হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এই রোগটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে। এই রোগ হলে শুরুতে বিশেষজ্ঞ চর্মরোগ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

লেখক: চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

মোবাইল-০১৭১৫৬১৬২০০, ০১৮১৯২১৮৩৭৮

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status