অনলাইন
বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার প্রেক্ষিতে বিএনপির অনেক নেতা কর্মীকে আটক করা হয়েছিল। আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেককেই মুক্তি দিয়েছেন। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যাবর্তন চুক্তি করতে আগ্রহী সৌদি সরকার। এ ক্ষেত্রে আপত্তি নেই বাংলাদেশেরও। প্রস্তাব পাওয়ার পর সরকার ভেবে দেখবে বিষয়টি। চুক্তি হলে দুই দেশে থাকা অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে। সে দেশে বাংলাদেশি কেউ অপরাধ করলে তারা তাদের ফিরিয়ে দিবে এবং সে দেশের কেউ আমাদের দেশে অপরাধ করলে আমরা তাদেরকে ফিরিয়ে দিবো।
পাঠকের মতামত
ও মা বলে কি? ছোট্ট বাচ্চারাও তো জানে কেন নির্বাচন শেষ হওয়ার পরে মুক্তি।
আমরা সত্য যদি বলতে না পারি, তবে মিথ্যার বেসাতি থেকে বিরত থাকি।
বিশ্ব চিন্তা দিবস আজঃ সড়কে বছরে প্রান হারাতে হয় প্রায় ৩২০০০ মানুষের, ঘাতকদের সাজার নজির নেই- চিন্তা করুন ঘাতকদের পরবর্তী শিকার কে?
its true