খেলা
গেইলকে ছাড়িয়ে বাবর আজম
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
মাইলফলক ছুঁতে ৬ রান প্রয়োজন ছিল বাবর আজমের। দুর্দান্ত ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করলেন পাকিস্তানি ব্যাটার। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের রেকর্ড ভেঙে গড়লেন ইতিহাস। বনে গেলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের মালিক। গতকাল ৯ হাজার ৯৯৪ রান নিয়ে পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে মীর হামজার করা তৃতীয় বলটি চোখ ধাঁধানো কাভার ড্রাইভে চার হাঁকান বাবর। পরের বলে নেন ডাবলস। এতেই স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন বাবর। বিশ ওভারের ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়কের ১০ হাজার রান হলো ২৭১ ইনিংসে। আগের রেকর্ডধারী ইউনিভার্স বস ক্রিস গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। এছাড়া তিনশ’র কম ইনিংসে এই মাইলস্টোন ছুঁতে পেরেছেন শুধু বিরাট কোহলি। ২৯৯ ইনিংসে দশ হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন ভারতীয় ব্যাটার। বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মালিক হলেন বাবর। প্রথম পাকিস্তানি হিসেবে এই কৃতিত্ব দেখান শোয়েব মালিক। রেকর্ডগড়া ইনিংসে ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭২ রান করেন বাবর আজম। যদিও তার দল ১৫৫ রানের টার্গেট দিয়ে হেরেছে ৭ উইকেটে।