বাংলারজমিন
মহম্মদপুরে গ্রাম্য সালিশ নিয়ে সংঘর্ষ, আহত ১০
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারমাগুরা মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামে সালিশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, হরেকৃষ্ণপুর গ্রামের মৃত মো. কাজীর মেয়ে খাদিজার সঙ্গে দশ বছর আগে স্থানীয় আব্দুল কারিগরের ছেলে রবিউল কারিগরের বিয়ে হয়। তাদের ঘরে দু’টি সন্তানও রয়েছে। কিছুদিন ধরে সাংসারিক বনিবনা না হওয়ায় তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল। এ বিষয়ে সোমবার রাতে আব্দুল কারিগরের বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে সালিশের মাধ্যমে মীমাংসা হওয়ার কথা ছিল। সালিশ উপস্থিত লোকজনের মাঝে মনির কারিগরের লোকজন উপস্থিত হয়নি জানিয়ে সালিশ পরবর্তীতে করার কথা জানিয়ে উঠে চলে যায়। উপস্থিত লোকজন সময় না নিয়ে মীমাংসা করার কথা বললে মনির ও তার লোকজন উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। হামলায় মুস্তাকিন (২৩), কালাম (৬০), জরিপ শেখ (৩৫), রফিকুল (৩২), কায়েম (৬০), লাল্টুসহ (৪০) ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মুস্তাকিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে। মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। থানায় অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।