ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সিলেটে লোড বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার

সিলেটে ফিলিং স্টেশনের লোড বাড়ানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক  আলী আফছার মো. ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য হুরায়রা ইফতার হোসেন, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট নাদিম রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুস সামাদ, আনহার উদ্দিন, স্যার জন রাসু, সাইমুম আলম সেতু প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সিলেট বিভাগের তীব্র জ্বালানি (সিএনজি) সংকট নিয়ে চলমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বিভাগের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন হিসেবে বিদ্যমান অচলাবস্থা নিরূপণের নিমিত্তে সময়োপযোগী, জনবান্ধব ও কাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান। অন্যান্য গ্যাস বিপণন প্রতিষ্ঠানের ন্যায় জালালাবাদ গ্যাসের আওতাধীন সিএনজি স্টেশনসমূহের লোড দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে ২০ ঘণ্টা এবং মাসিক ২৬ দিনের পরিবর্তে ৩০ দিন বিবেচনা করে বর্তমান অনুমোদিত লোড বৃদ্ধি ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status