অনলাইন
গ্যাস সমস্যার সমাধান না হলে ২৮শে ফেব্রুয়ারি থেকে সিলেটে কর্মবিরতির ডাক পরিবহণ শ্রমিকদের
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(১১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন
২৭শে ফেব্রুয়ারির মধ্যে সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে লোড বাড়ানো না হলে ২৮শে ফেব্রুয়ারি সকাল থেকে সিলেটে কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহণ শ্রমিকরা। দুপুরে সিলেটের কয়েকটি পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এ আল্টিমেটাম দেন। একই দাবিতে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।
সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছেন, সিলেটে ৫৬টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। প্রতি মাসের শেষ ১০ দিন এই ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের লোড থাকে না। এ নিয়ে বারবার তারা বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে আবেদন দিলেও কোনো কাজ হয়নি। তারা জানিয়েছেন- ২০০৭ সালে সিএনজি ফিলিং স্টেশনে যে লোড দেওয়া হতো, এখনো তাই দেওয়া হচ্ছে। এ কারণে প্রতি মাসের ২০ তারিখের পর আর সিএনজি ফিলিং স্টেশনে লোড থাকে না। এতে গ্যাস সঙ্কটে পড়েন পরিবহনের চালকরা।
দুপুরে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৫৯, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট- ২০৯৭, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এবং সিলেট বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭৪ এর সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, কার্যকরী সভাপতি রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া, ইমা-লেগুনার সভাপতি মঈন মিয়া প্রমুখ।
পরিবহণ শ্রমিকরা তাদের স্মারকলিপিতে উল্লেখ করেছেন; সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের লোড না থাকার কারণে প্রায় ৩০-৪০ হাজার মিনিবাস, পিকআপ, নোহা, কার, হাইয়েছ, সিএনজি, লেগুনা ঘণ্টার পর ঘণ্টা পাম্পে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় দীর্ঘ লাইন অতিক্রম করে গ্যাস পান না অনেকে। রাতে অনিদ্রায় থেকে গ্যাস সংগ্রহ করার কারণে দিনে গাড়ি চালাতে অসুবিধা হয়। এতে দৈনন্দিন খরচ সামাল দিতেও কষ্ট হচ্ছে শ্রমিকদের।