ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

(৭ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:১৭ অপরাহ্ন

মানবজমিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে এনআরবি ব্যাংক। গত ১৩ই ফেব্রুয়ারি অর্থ-বাণিজ্য পাতায় ‘এনআরবি ব্যাংক এমডির পদত্যাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়- ব্যাংকের কয়েকজন পরিচালকের চাপে বেনামি ঋণ অনুমোদনের জের ধরেই এমডি পদ ছেড়েছেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদে এনআরবি ব্যাংক বলছে- এটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। মামুন মাহমুদ শাহ গত ২১শে জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের কাছে দেয়া পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং ওই পত্রে তিনি ২রা ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিনের অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। এই প্রেক্ষিতে গত ২১শে জানুয়ারি অনুষ্ঠিত এনআরবি ব্যাংক-এর পরিচালনা পর্ষদ ১৭৮ তম বোর্ড সভায় মামুন মাহমুদ শাহ এর অসুস্থতাজনিত ছুটি মেয়াদান্ত পর্যন্ত মঞ্জুর করে পদত্যাগপত্র গ্রহণ করেন বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

পদত্যাগের বিষয়ে এনআরবি ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে অবহিত করা হয়েছে উল্লেখ করে প্রতিবাদপত্রে বলা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক প্রতিপালনীয় নির্দেশনা প্রদান করে চিঠি দিয়েছে। এজন্য কোনো পরিচালকের পক্ষ থেকে ব্যাংকের এমডি- কে পদত্যাগের জন্য চাপ দেয়ার কোনো প্রশ্নই আসে না। প্রতিবাদপত্রে আরো বলা হয়েছে, এই বিষয়ে মামুন মাহমুদ শাহ-এর সঙ্গে ব্যাংকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, এনআরবি ব্যাংকে কখনোই বেনামি কোনো ঋণ প্রদান করা হয়নি বা বেনামি ঋণ প্রদানের জন্য কোনো চাপ দেয়া হয়নি। তিনি পদত্যাগ করেননি মর্মে দৃঢ় মত ব্যক্ত করেন। প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকের সঙ্গে তার গত ২রা ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩রা ফেব্রুয়ারি থেকে মামুন মাহমুদ শাহ অবসর নিয়েছেন বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সম্পর্ক নষ্টের আশঙ্কা নাকচ পররাষ্ট্র উপদেষ্টার/ হাসিনার হাতে ভারতের ট্রাভেল পাস, অন্যত্র আশ্রয়ের ব্যর্থ চেষ্টা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status