খেলা
সাকিবের প্রথম বলেই আউট তামিম
স্পোর্টস রিপোর্টার
(১০ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৬ অপরাহ্ন
লড়াইটা তামিম ইকবালের ফরচুন বরিশালের সঙ্গে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল। ১৯ বলেই ৩ চার আর ২ ছক্কায় বাঁহাতি এই ওপেনার পৌঁছে গিয়েছিলেন ৩৩ রানে। বরিশালও ওপেনিং জুটিতে পায় ৪ ওভারে ৩৮ রান। ইনিংসের পঞ্চম ওভারে অবশেষে বল হাতে নেন সাকিব আল হাসান। স্ট্রাইকে ছিলেন তামিমই। দুজনের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ছিলেন যেসব সমর্থক, তাদের আশায় গুঁড়েবালি।
এক সময়ের বন্ধু এখন শত্রুতে পরিণত হওয়া সাকিব প্রথম বলেই তামিমকে বোকা বানিয়ে দিলেন। এই অলরাউন্ডারের ঘূর্ণি বুঝতে না পেরে ব্যাটে আলতো ছোঁয়ায় বল একদম বাতাসে ভাসিয়ে দেন তামিম। সাকিবই ফিরতি ক্যাচটি নিতে পারতেন। তবে তিনি তাড়াহুড়ো করেননি, তার পাশে দাঁড়িয়ে থাকা মুমিনুল হক সহজ ক্যাচটি তালুবন্দি করেন। ২০ বলে ৩৩ রানে থামে তামিমের ঝোড়ো ইনিংসটি।