ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নির্মাণে ছাড়পত্র পেলো বাফুফে

স্পোর্টস রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

কক্সবাজারের কুনিয়াপালংয়ে টেকনিক্যাল সেন্টার নির্মাণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ছাড়পত্র দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ফলে জমি অধিগ্রহণ করে স্থাপনা নির্মাণে আর কোনো বাধা রইলো না। শিগগিরই ফিফাকে অবহিত করে অর্থছাড়ের আবেদন করবে ফেডারেশন। জায়গা পরিদর্শন শেষে সবুজ সংকেত মিললেই শুরু হবে নির্মাণকাজ।  এর আগে ফিজিবিলিটি স্টাডি শেষ করে জমি বরাদ্দ পেতে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়, বন অধিদপ্তরের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নিয়ে কয়েক দফা বৈঠক করে বাফুফে। সব প্রক্রিয়া শেষে টেকনিক্যাল সেন্টারের জন্য বাফুফের জমি বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় অলরেডি আমাদের ছাড়পত্র দিয়েছে। আশা করি, ফুটবল ফেডারেশন যে কাজটি করতে চায় খুব শিগগিরই তারা তা করতে পারবে। প্রধানমন্ত্রীও চাচ্ছেন কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারটি হোক।

বিজ্ঞাপন
তিনি আমাদের প্রাথমিক অনুমতি দিয়েছেন। যার কারণে আমাদের আর বাধা থাকবে না। এ টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাবে বাফুফে। কুনিয়াপালংয়ে প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে রিপোর্ট দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকে সবুজ সংকেত এলেই শুরু হবে নির্মাণকাজ। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সরকারের কাছ থেকে জমিটি পাওয়ার পরে আমরা বাফুফের অনুকূলে ফিফার কাছে আবেদন করবো। ফিফার অফিশিয়ালরা এসে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করবে। এরপর বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের মাধ্যমে বাকি প্রক্রিয়াগুলোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হবে।’ অত্যাধুনিক এই টেকনিক্যাল সেন্টারে থাকবে সব ধরনের সুযোগ-সুবিধা। বয়সভিত্তিক দলগুলোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাশাপাশি জাতীয় দলের কার্যক্রমও পরিচালিত হবে সেখানে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status