খেলা
সাফে এবার মেয়েদের লক্ষ্য ফাইনাল
স্পোর্টস রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
নেপালের পোখরাতে আগামী ১২ই আগস্ট শুরু হওয়ার কথা ছিল সাফ নারী চ্যাম্পিয়নশিপ। তবে নির্দিষ্ট সময়ে তা হচ্ছে না। নেপাল ফুটবল ফেডারেশনে নতুন কমিটি আসায় তা পিছিয়ে যাচ্ছে। আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে আসরটি কাঠমান্ডুতে করতে চায় নেপাল ফুটবল ফেডারেশন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনও (সাফ) তাতে সম্মতি দিয়েছে। আসন্ন সাফে ফাইনাল খেলতে চায় বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ার সঙ্গে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয় পায় বাংলাদেশের মেয়েরা। যদিও দ্বিতীয় ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। সাফের আগের মালয়েশিয়ার সঙ্গে ম্যাচ দুটির ফলাফল নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। এ নিয়ে ছোটন বলেন, ‘আমরা আগষ্টে টুর্নামেন্ট ধরে নিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি খেলেছি। প্রস্তুতি আমাদের ভালোই হয়েছে। তবে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় প্রস্তুতিটা আমাদের ভালোভাবে চালিয়ে যেতে হবে। আমাদের এবারের লক্ষ্য ফাইনাল।’ এর আগেও সাফে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে গত আসরে নেপালের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় সাবিনা-কৃষ্ণারা। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আসর আয়োজন করতে চাইছে তারা।’ ৬ দল নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকায় পাকিস্তান আসরে নেই। আগের ৫টি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ ২০১৬ সালে একবারই রানার্সআপ হয়েছিল। আর গতবার সেমিফাইনাল থেকে নিয়েছিল বিদায়। এবার সাবিনারা রয়েছে ভালো ফর্মে। তাই লক্ষ্যটা এবার বড় বাংলাদেশের।