বাংলারজমিন
মেডিকেল ভর্তিতে সুবিধা পেতে অভিভাবকদের এসএমএস, ক্ষুব্ধ মন্ত্রী
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারমেডিকেল ভর্তি পরীক্ষায় সুবিধা পেতে অনেক অভিভাবক মোবাইলে মেসেজ পাঠিয়েছেন জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? এটা অবশ্যই আমাদের জন্য লজ্জার বিষয়। এই ধরনের নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়, তাহলে আমরা ছেলে- মেয়েদের কী শিক্ষা দেবো? বৃহস্পতিবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন প্রশ্ন ফাঁসের বিষয়ে নৈতিক অবস্থানে আপস না করেন। একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি। এটা যে কোনো সময় হতে পারে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা বলছি না যে, কেউ করবে না। কিন্তু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এসএসসি-এইচএসসি’র মতো পাবলিক পরীক্ষার সময় সারা রাত মাইক বাজিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিশেষ করে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে একটি নির্দিষ্ট সময়ের পরে যেন এটি না করা হয়, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। পরীক্ষার সময় এ ধরনের কাজ অমানবিক বলেও মন্তব্য করেন মন্ত্রী। উল্লেখ্য, সারা দেশের ৩ হাজার ৭শ’ কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১১ শিক্ষা বোর্ডের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে ( ভোকেশনাল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।
পাঠকের মতামত
নাসিম টাকা নিয়ে ভর্তি করেছিল,বাংলাদেশ মন্ত্রী ঘুষ খায় সে জন্য চেষ্টা!