খেলা
বার্সেলোনা ৩-৩ গ্রানাদা
জাভি বললেন ‘আমরা চেষ্টা করে যাবো’
স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে এবার শুরু থেকেই অস্বস্তিতে বার্সেলোনা। পারফর্মেন্সের ধারাবাহিকতা না থাকায় ক্রমশ পিছিয়ে পড়ছে তারা। সর্বশেষ টানা দুই ম্যাচে জয়ের পরে পর আবার পয়েন্ট খোয়ালো দলটি। এতে শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে যায় দলটি। তবে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের মতে লীগের লড়াই এখনও বাকি, তারা লড়াই করে যাবেন। রোববার লা লিগায় গ্রানাদার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। এই ম্যাচের পর ৫১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এখন পিছিয়ে ১০ পয়েন্টে। আর দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৫৬। ম্যাচ শেষে জাভি বলেন, ‘লীগ আমাদের জন্য এমনিতেই কঠিন হয়ে উঠেছিল। এখনও আরও দুই পয়েন্ট বেশি কঠিন হলো। অবশ্যই এখন ব্যবধান অনেক বড়। তবে আমরা হাল ছাড়ব না। লীগের লড়াই এখনও বাকি আছে, আমরা চেষ্টা করে যাব।’
এদিন ঘরের মাঠে ১৪তম মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে গ্রানাদা। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ভেতর গোল হয় ৩টি। ৬০তম মিনিটে গ্রানাদা এগিয়ে যাওয়ার তিন মিনিট পর বার্সেলোনাকে সমতায় ফেরান রবার্ট লেভানডোভস্কি। তিন মিনিট পর আবার এগিয়ে যায় গ্রানাদা। এরপর ৮০তম মিনিটে ইয়ামালের আরেকটি গোলে হার এড়ায় বার্সেলোনা।
প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে না পারা নিয়ে আক্ষেপ করেন জাভি। তিনি বলেন, ‘ম্যাচ শেষ করে দেওয়ার অনেক সুযোগ আমরা পেয়েছিলাম। দলের বিশ্বাস ছিল, সাহস ছিল, তাড়না ছিল। কিন্তু সেসব যথেষ্ট হয়নি। সত্যি বলতে, আমরা ভুল করেছি, যা করা উচিত নয়। প্রথম গোলের পর ২-০ করে ফেলার সুযোগ পেয়েছিলাম আমরা এবং সেটা করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। রক্ষণেও বড় ভুল করেছি আমরা, অনেক সুযোগ দিয়েছি প্রতিপক্ষকে। রক্ষণে অনেক কাজ করতে হবে আমাদের এবং ভুলের মাত্রা কমাতেই হবে।’ জাভি আরও বলেন, ‘আরও একবার সুযোগ হারালাম আমরা। যদিও পরিশ্রম করে যেতে হবে আমাদের। আমার নিজের পারফরম্যান্সের চেয়ে এই মুহূর্তে আমি বেশি ভাবছি ড্র নিয়ে এবং দল দুটি পয়েন্ট হারানোয়। মৌসুমজুড়েই খুব দ্রুত গোল হজম করে ফেলছি আমরা। এই জায়গায় দ্রুত উন্নতি করা।’