ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ইসরাইলের অভিযোগে কী বলছে WHO

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার, ২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

গাজার বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।সবকটিতেই হামাসের ঘাঁটির প্রমাণ পেয়েছে  তারা। কিন্তু সব কিছু দেখেও অন্ধ হয়ে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  এরকমই একরাশ অভিযোগ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন  ইসরাইলের রাষ্ট্রদূত। কিন্তু ইসরাইলের সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, এই জাতীয় মিথ্যা দাবিগুলি ক্ষতিকারক এবং বিশ্বব্যাপী সংস্থার কর্মীদের বিপদে ফেলতে পারে যারা দুর্বলদের সেবা করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে । ইসরাইলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার  হামাস গোষ্ঠীগুলির দ্বারা গাজা উপত্যকায় হাসপাতাল ব্যবহারের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া প্রমাণগুলিকে  উপস্থাপন করার  একদিন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  অবস্থান স্পষ্ট করলেন হু - এর  মহাপরিচালক। ইসরাইলি রাষ্ট্রদূত ডব্লিউএইচওকে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া প্রমাণগুলি উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন,  গাজা উপত্যকার হাসপাতালগুলি থেকে হামাস যোদ্ধাগোষ্ঠীর মানব ঢাল ব্যবহার করার প্রমাণও উপেক্ষা করেছে। শাহার দাবি করেছেন যে গাজার হাসপাতালগুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অনুসন্ধান অভিযানের ফলে যোদ্ধা গোষ্ঠীগুলির দ্বারা এই জাতীয় হাসপাতালগুলি ব্যবহারের প্রমাণ পুনরুদ্ধার করা হয়েছে। এক্স-এ একটি পোস্টে টেড্রোস লিখেছেন, " হু সবসময় মানুষের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কাজ করে। ইসরাইল যে অভিযোগগুলো জানাচ্ছে তা সত্য নয়।

বিজ্ঞাপন
স্বাস্থ্যকেন্দ্র সবসময় সুরক্ষিত থাকে। সেগুলো কোনও সময় সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয় না। এই ধরনের মিথ্যা অভিযোগ বিপদজনক। 

জাতিসংঘের হিসাবে, হু  নিরপেক্ষ এবং সমস্ত মানুষের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য কাজ করছে। ৭ অক্টোবর হামাসের  হামলার পর ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হামাস স্থল ও আকাশপথে ইসরাইলে অনুপ্রবেশ করেছে, তার বেশ কয়েকজন নাগরিককে হত্যা করেছে এবং প্রায় ২৫০জনকে জিম্মি করেছে। ইসরাইল প্রতিক্রিয়া হিসাবে একটি জোরালো  সামরিক আক্রমণ শুরু করে।  ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে তখন থেকে কমপক্ষে ২৬,০৮৩ জন নিহত হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status