ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

শরীর ও মন

নখের ইনফেকশন (প্যারোনিকিয়া): কারণ লক্ষণ ও প্রতিরোধের উপায়

অধ্যাপক ডা. এসএম বখতিয়ার কামাল
২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার

নখকুনি বা নখের ইনফেকশন হলে হাত বা পায়ের আঙ্গুলের নখের স্থান ধীরে ধীরে  ক্ষত বড় হতে থাকে। অনেক সময় কালচে রঙয়ের হয়ে যায় এবং নখের আশপাশে ব্যথা হয়, চারপাশ ফুলে যেতেও দেখা যায়। কখনো পুঁজও হয়। ভীষণ যন্ত্রণায় অতিষ্ঠ হন অনেকে। এই রকম হলে আমরা এই রোগকে প্যারোনিকিয়া বলি। সাধারণত রোগীরা একে নখকুনি বলে থাকেন।
প্যারোনিকিয়া বা নখকুনি এক ধরনের ইনফেকশন যা হাত বা পায়ের আঙ্গুলের চারপাশে হয়ে থাকে। এই ইনফেকশন ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস অথবা ক্যান্ডিডা নামক এক ধরনের ইষ্টের কারণে হয়ে থাকে।

নখ ইনফেকশনের কারণসমূহ:
-নখ বা আঙ্গুলের কোনো আঘাত, যেমন-
দাঁত দিয়ে নখ কাটা, আঙ্গুল চোষা,
থালা বাসন ধোয়ার সময় আঘাত লাগা।
-কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার থেকে যে সকল ব্যাক্টেরিয়া খুব সহজেই ত্বকের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, সেগুলোর কারণে এই ইনফেকশন হয়ে থাকে।
-ফাঙ্গাসের কারণেও প্যারোনিকিয়া হতে পারে, বিশেষ করে যাদের বারবার ইনফেকশন হয়।
নখকুনির লক্ষণ: নখের ভেতরে ফাঁকাভাব তৈরি হওয়া।
নখের দুই পাশের কোণা ভেঙে যাওয়া।
নখের সম্মুখভাগ কিংবা নখের অর্ধেক অংশ ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া।
নখের চারপাশের ত্বক ফোলা ও খসখসে হয়ে ওঠা।
সহজে নখ ভেঙে যাওয়া।
নখে বাজে গন্ধ বের হওয়া।
নখে তীব্র ব্যথা হওয়া।
যে সকল কারণে নখকুনির ঝুঁকি বেড়ে যায়: ডায়াবেটিসের প্রভাবে এ রোগ বেড়ে যেতে পারে।
রাসায়নিক দ্রব্যের মিশ্রণ থাকে এমন কিছুর ব্যবহার যেমন- পানি, ফুড সার্ভিস, ক্লিনিং, দাঁতের চিকিৎসা, বারটেন্ডিং, হেয়ার ড্রেসিং এবং নার্সিং পেশা।
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসেও এ রোগ দেখা দিতে পারে।
অতিরিক্ত মেনিকিউর করা।
প্রতিরোধের উপায়: হাত এবং পা পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে।
পানি এবং রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় রাবার গ্লাভস পরিধান করা উচিত।
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস পরিহার করতে হবে।
হাত বা পায়ের মৃতকোষ টেনে তোলার চেষ্টা করবেন না।
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবেন।
এই রোগের লক্ষণগুলো সহজেই শনাক্ত করা যায় এবং ত্বক এবং নখের কোনো ধরনের ক্ষতি ছাড়াই এর চিকিৎসা করা সম্ভব। চিকিৎসা করা না হলে এই সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে অথবা নখ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। সেজন্য এই রোগ হলে দেরি না করে একজন স্কিন চিকিৎসকের চিকিৎসা নিতে হবে।

প্রাথমিক চিকিৎসা: নখের এই ইনফেকশনের জন্য, প্রাথমিক চিকিৎসা নিতে dermasim (solution: Clotrimayole 1% Topical ) সল্যুশন, নখের তিনপাশে ২ ফোঁটা করে, দিনে ২ বার ব্যবহার করতে পারেন।
ফাঙ্গালরোধী ফ্লুকোনাজল জাতীয় ক্যাপস্যুল, ৫০ মিগ্রা দিনে ১ বার ৫-৭ দিন খেতে পারেন। তবে, তা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে বা ব্যবহার করতে হবে। 

লেখক: চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ও হেয়ারট্রান্সপ্লান্ট সার্জন। 

চেম্বার-কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার ফার্মগেট, গ্রীনরোড, ঢাকা। 
সেল: ০১৭১১৪৪০৫৫৮

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status