ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫০ অপরাহ্ন

mzamin

ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে আর পাইয়াট। ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি রাজধানী নয়া দিল্লি এবং হয়দরাবাদ সফর করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। 

নয়া দিল্লিতে ইন্ডিয়া-ইউএস ফোরামে দুটি প্যানেলে বক্তব্য রাখবেন তিনি। এতে দৃষ্টি দেয়া হবে অভিন্ন জ্বালানি অগ্রাধিকার এবং বৈশ্বিক জ্বালানি বিনিময়ের সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ খনিজকে ঘিরে চ্যালেঞ্জে। জোর দেয়া হবে নির্ভরযোগ্য সরবরাহ চেইন এবং জ্বালানি নিরাপত্তার ওপর। হায়দরাবাদে তিনি বেসরকারি খাতের কর্মকর্তাদের সঙ্গে এবং উদ্ভাবকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জ্বালানি স্থানান্তর ত্বরান্বিত করার সুযোগ অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ চেইনের বৈচিত্র নিয়ে আলোচনা করা হবে। ভারতের দ্রুত বর্ধনশীল পরিবেশবান্ধব জ্বালানি খাত নিয়ে বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে অগ্রবর্তী বাণিজ্যিক সহযোগিতার ওপর জোর দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি বিষয়ক অংশীদার ভারত। একই সঙ্গে মিনারেল সিকিউরিটি পার্টনারশিপেরও সদস্য।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status