ঢাকা, ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা

এমরান হোসাইন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৪, শনিবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৮ অপরাহ্ন

mzamin

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা  প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালন করেছে মালদ্বীপ বিএনপি। এই উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মালদ্বীপ বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল আলম এর সঞ্চালনা আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  মালদ্বীপ বিএনপির সভাপতি প্রবাসী ব্যবসায়িক মো: খলিলুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. শাহ আলম, মো: আলতাব হোসেন, মো. ফারুক হোসেন,  বিল্লাল ব্যপারী,  আলমগীর মজুমদার, মো: রহিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির রায়হান,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক মো: মনির হোসেন, মো:  খাইরুল ইসলাম,  , প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী , সহ-প্রচার  সম্পাদক মোহাম্মদ করিম রানা,  মো: হালিম,  মো: আব্দুর রহিম, সহ দপ্তর সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, ক্রিয়া সম্পাদক মোঃ মামুন, মো: শরিফ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।

জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। যে দলের লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 

আলোচনা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মালদ্বীপ বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: মাসুম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status