ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পদ্মা সেতুর প্রভাব

স্বস্তি ফিরেছে দৌলতদিয়া ঘাটে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে স্বস্তি ফিরেছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। পাল্টে গেছে ঘাটের চিত্র। ভোগান্তির এই ঘাটে হাসি ফুটেছে যাত্রী ও চালকের মুখে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ফেরির নাগাল পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার যাত্রী ও চালকরা। এতদিন এই ঘাটে দিনের পর দিন অপেক্ষা করতে হলেও গতকাল সকাল থেকে মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। গতকাল সরজমিন দেখা গেছে, ভোর থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের কোনো লাইন নেই। যাত্রীবাহী বাস খুবই কম আসছে। যেগুলো আসছে স্বস্তিতেই ফেরি পার হয়ে যাচ্ছে। চালকরা বলছেন, এখন স্বপ্নের পদ্মা সেতু দিয়েই বেশির ভাগ যানবাহন পার হবে। এতে যাত্রী দুর্ভোগ যেমন কমবে তেমনি নষ্ট হবে না কাঁচামাল।

বিজ্ঞাপন
বর্ষা কিংবা কুয়াশায়ও হবে না দুর্ভোগ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন  জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। তাছাড়া পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট যানবাহন ও বাস পদ্মা সেতু দিয়ে পার হওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় চিরচেনা ভোগান্তি কমেছে। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার কিছুটা কমলেও কোনো ধরনের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status