বিনোদন
ন্যান্সির কণ্ঠে ‘সাতটি মাস’
স্টাফ রিপোর্টার
১৪ জানুয়ারি ২০২৪, রবিবার
নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের শিরোনাম ‘সাতটি মাস’। রাজু চৌধুরীর কথায় গানটির সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন সেতু চৌধুরী। এ গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠও দিয়েছেন এহসান রাহী। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। ন্যান্সি বলেন, অন্যরকম কথা-সুরের একটি গান। বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।