বিনোদন
এলো ঈশিকার ‘মনের কিনারায়’
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবার
চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মধ্যদিয়ে গানের জগতে যাত্রা শুরু হয়েছিল চলতি প্রজন্মের সুকণ্ঠী গায়িকা হুমায়রা ঈশিকার। ইতিমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। মূলত একটু ভিন্ন ধাঁচের গানই করে থাকেন ঈশিকা। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মনের কিনারায়’। সজীব ভূঁইয়ার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির র্যাপ অংশ গেয়েছেন অলি লুইস। ঈশিকার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই তার সহকর্মীদের অনেকেই গানটির প্রশংসা করছেন। গানটি নিয়ে এ গায়িকা বলেন, বেশ সময় নিয়ে কাজটি করেছি। একটু ফেস্টিভ মুডের রোমান্টিক গান। ঈদ উপলক্ষে গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এদিকে, ঈশিকা জানান, আদিব কবিরের সুর ও সংগীতে এবং সজীব ভূঁইয়ার কথায় আরও তিনটি নতুন গান তৈরি হয়ে আছে। সেগুলোও একে একে নির্দিষ্ট সময় পর পর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন তিনি। ঈশিকা বলেন, ভিন্নধর্মী কিছু গান তৈরি করেছি আমরা। আমার বিশ্বাস, গানগুলো প্রকাশ পেলে ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।