বিনোদন
শৈশবেই হেনস্তার শিকার
বিনোদন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবার
বাবার মৃত্যুর পর নৃত্যগুরু সুযোগ নেয়ার চেষ্টা করেছিলেন, সম্প্রতি এমন অভিযোগ করেছেন অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ। ভয়াবহ সেই অভিজ্ঞতা এবার প্রকাশ্যে আনলেন তিনি। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে দেখা গেছে তাকে। এরপর ‘ডাব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’- এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জলি জানান, মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। সেই সময়ে তার নৃত্যগুরু অঞ্জলির জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এমনকি অঞ্জলির পরিবারের ওপরও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার মাধ্যমে হয়েছিলেন হেনস্তার শিকারও। অঞ্জলি বলেন, আমি বুঝতে পারছিলাম না যে কি করবো। তখন আমার মাত্র আট বছর বয়স। বাবার মৃত্যুর পর তিনি বলতে শুরু করলেন, আমিই তোমার বাবা। তার কথা বিশ্বাস করা ছাড়া অন্য উপায়ও ছিল না। আর এই বিশ্বাসের সুযোগে নৃত্যগুরু আমাকে ধীরে ধীরে নানাভাবে স্পর্শ করতে শুরু করেন। একদিন আমার ঠোঁটে চুম্বন করে বললেন, বাবারা এমনই করে। এরপর দিন দিন অঞ্জলির জীবনের গতিবিধি সব নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন সেই গুরু। অঞ্জলি সারা দিন কি করছেন, কোথায় যাচ্ছেন, সব খবর রাখতেন। এমনকি এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে অনেক বছর কাটিয়ে ফেলতে হয়েছিল তাকে। তার প্রথম প্রেমিক তাকে সেই নৃত্যগুরুর হাত থেকে রক্ষা পেতে সাহায্য করেছিলেন।