বিনোদন
রণবীরকে প্রথম স্বামী দাবি ঋদ্ধিমার
বিনোদন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবার
অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন ঋদ্ধিমা ঘোষ। সম্প্রতি তিনি জানান, রণবীর কাপুরের জন্য তিনি কতোখানি ব্যাকুল। এমনকি অভিনেতাকে নিজের প্রথম স্বামী বলছেন ভক্ত ঋদ্ধিমা! অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট শো-তে এসে রণবীরের প্রতি তার ভালো লাগার কথা ব্যক্ত করে বলেন, রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি।