ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ভিন্ন অভিজ্ঞতায় জয়া

বিনোদন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবারmzamin

ঈদের জন্য খানিকটা লম্বা ছুটি পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। মা-বাবাকে নিয়ে সময় কাটাচ্ছেন ঢাকায়। কলকাতা ও ঢাকা মিলিয়ে কাজ করেন বিধায় সারা বছরই খানিকটা বাড়তি চাপ থাকে তার। শুটিংয়ের ব্যস্ততা সারা বছর থাকলেও ফাঁকা সময়ে অভিনেত্রীর পছন্দের দিনযাপন তার বাড়ির ছাদে নিজ হাতে তৈরি করা গাছবাগানে ও পোষ্যদের সঙ্গে সময় কাটানোয়। দীর্ঘদিন অভিনয় করলেও সম্প্রতি ওটিটিতে ডেব্যু হয়েছে জয়া আহসানের। তার কথায়, আমরা সবাই খানিকটা লোভী তো। বড় পর্দার কাজগুলোকে প্রায়োরিটি দিচ্ছিলাম। মাঝে মনে হচ্ছিল ওটিটিতে কাজ করা উচিত। অফারও আসছিল। কিন্তু ঠিক চরিত্রের অপেক্ষায় ছিলাম। হইচই প্ল্যাটফরমের ‘জিম্মি’ সেই সুযোগটা করে দিয়েছে। সবমিলিয়ে এটা একেবারে নতুন অভিজ্ঞতা। সেজন্যই হয়তো এক্সাইটমেন্টটা অনেকটা বাচ্চাদের মতো। চরিত্র বেছে নেয়া প্রসঙ্গে জয়া বলেন, আসলে নারীদের চরিত্র যখনই কাস্ট করা হয়, সাধারণত ব্ল্যাক বা হোয়াইট শেডে ফেলে দেয়ার প্রবণতা দেখা যায়। গ্রে এরিয়াটাকে একটু এড়িয়ে চলা হয়। মানুষের সাতটি রিপু, বিশেষ করে লোভ যেভাবে তুলে ধরা হয়েছে কাহিনীতে, সেটা আমাকে আকর্ষণ করেছিল। ‘জিম্মি’ পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এদিকে, জয়া আহসান অভিনীত একঝাঁক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি জানান, নারীপ্রধান চরিত্রে কলকাতায় সুযোগ বেশি পেলেও বাংলাদেশে কম। এ ছাড়া দেশে আর একটু বেশি ভালো কাজ পাওয়া উচিত বলে মনে করেন তিনি। জয়া বলেন, আমি আর একটু বেশি ডিজার্ভ করি।  

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status