ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

ভারতের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই। শুক্রবার সকালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। লিভার সিরোসিস ছিল তার। যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১ ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মনোজ। আমরা ওর সঙ্গে যোগাযোগ রাখতাম। প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড ওর অভাব অনুভব করবে। দেশ আর দেশপ্রেম তার অভিনয়ের পরিচয় ছিল। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’র মতো ছবি তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশের পরিচয়। তাই তিনি ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অফিসিয়াল এক্স (সাবেক টুইট) হ্যান্ডলে তিনি অভিনেতার সেই সব ছবির নাম উল্লেখ করেছেন যেখানে দেশভক্তির কথা প্রতিটি দৃশ্যে দেখানো হয়েছে। 

পাঠকের মতামত

পরপারে ভালো থাকুন। চিরদিন মনে রাখার মতন একজন ব্যক্তি। অভিনেতা নন এর চেয়েও অনেক বেশি তিনি অনেক কিছু। বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয়। মনোজ কুমার আর নেই।

Anwarul Azam
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:৫৬ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status