বিনোদন
হলে হলে ছুটছেন তারকারা
স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে সিনেমা অন্যতম বিনোদন মাধ্যম। প্রতি ঈদকে টার্গেট করে তাই বড় বাজেট ও আয়োজনের সিনেমাগুলো নির্মিত হয়। এবারের ঈদেও মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। ঈদের তৃতীয় দিনে শাকিবের ‘অন্তরাত্মা’ মুখ থুবড়ে পড়লেও বাকি সিনেমাগুলো বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে। বিশেষ করে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশো-তমা মির্জার ‘দাগি’ ও সিয়াম আহমেদ-বুবলী’র ‘জংলি’ দর্শক রিভিউতে বেশ এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, নিজেদের সিনেমায় দর্শক টানতে সিনেমার নায়ক-নায়িকা এবং কলাকুশলীরাও হল থেকে হলে ছুটছেন। ঈদের দিন থেকেই বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন মোশাররফ করিম, আফরান নিশো, সিয়াম আহমেদ, তমা মির্জা, শবনম বুবলী, সুনেরাহ বিনতে কামাল, প্রার্থনা ফারদিন দীঘিরা। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাজধানীর বিভিন্ন সিনেমা হলে দর্শকের সঙ্গে ‘জংলি’ সিনেমা উপভোগ
করছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। একইভাবে দর্শকের সঙ্গে নিজের ‘দাগি’ সিনেমা দেখেছেন আফরান নিশোসহ সিনেমার অন্য শিল্পীরা। গতকালও রাজধানীর এসকেএস টাওয়ারে দেখা মিলে ‘দাগি’ টিমের। অন্যদিকে, গতকাল সন্ধ্যায় রাজধানীর
সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে হাজির হয় ‘জংলি’ টিম। এ ছাড়া নিজেদের সিনেমায় দর্শক টানতে থেমে নেই ‘চক্কর’ টিমও। পায়ের অস্ত্রোপচারের কারণে প্রথম দুইদিন হলে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা মোশাররফ করিম। তবে এরইমধ্যে হুইল চেয়ারে করে বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন মোশাররফ করিমসহ ‘চক্কর’ টিম।
গতকালও এ টিম উত্তরার স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ছবি উপভোগ করেন। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়াসহ ‘জ্বীন-৩’ সিনেমার টিম। হল থেকে হলে ছুটছেন তারাও। তবে ‘বরবাদ’ সিনেমার তারকাদের দেখা না গেলেও সিনেমার পরিচালক ও প্রযোজক ছুটে বেড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন হলে। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই পরিবারের সবাইকে নিয়ে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন শাকিব খান।