বিনোদন
ট্রেন্ডিংয়ে সাথী খানের ‘ঈদ মোবারক’
স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
বেশ কিছু বড় মাপের সিনেমার গান। জনপ্রিয় তারকাদের কণ্ঠে সেসব গান গত কিছুদিন ধরেই প্রকাশ হচ্ছে। এর মাঝেই ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে হাল সময়ের কণ্ঠশিল্পী সাথী খানের একটি গান। এ গায়িকার বেশ কিছু গানই গত দুই-তিন বছরে আলোচনায় এসেছে। এবার তার গাওয়া ঈদের একটি গান জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। গানটির শিরোনাম ‘ঈদ মোবারক’। হানিফ খানের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। সাথী খানের নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ প্রকাশ হয়েছে গানটি। গানটির কথায় ও ভিডিওতে ঈদের আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। তাতে দেখা মিলেছে শিল্পীরও। ভিডিও নির্দেশনা দিয়েছেন রেজা মাহমুদ। এর আগেও দেশের নারী শিল্পীদের মধ্যে প্রথম সাথী খানের ইউটিউব চ্যানেলটি ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়ে। সাথী খান ‘ঈদ মোবারক’ গানটি নিয়ে বলেন, এটি খুবই ভালো লাগার ব্যাপার। এত গানের ভিড়ে ঈদ নিয়ে করা আমার গানটি মানুষ এত পছন্দ করছেন। এরইমধ্যে গানটির ভিউ পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে। এতে করে উৎসাহটা আরও বেড়ে গেল। আমি শ্রোতা-দর্শকদের প্রতি কৃতজ্ঞ। সাথী খান জানান, আরও বেশ কিছু নতুন গানের কাজ শেষ। এগুলো একে একে প্রকাশ হবে সামনে।