বিনোদন
রহস্য ফাঁস করলেন দীপিকা
বিনোদন ডেস্ক
২৮ মার্চ ২০২৫, শুক্রবার.webp)
বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর রণবীর সিংকে বিয়ে করেন তিনি। সম্পর্ক শুরুর আগে থেকেই দীপিকাকে পছন্দ করেন রণবীর। অভিনেত্রীর প্রতি সেই ভালোলাগার কথা অনেকভাবে প্রকাশও করেছেন তিনি। জনসমক্ষে দীপিকার দিকে যেভাবে তাকিয়ে থাকেন, তা নিয়ে রিলসও তৈরি হয়েছে। এখন তারা কন্যাসন্তান দুয়ার বাবা-মা। বিয়ের এক বছর পর তারা কীভাবে সুখী দাম্পত্য জীবন টিকিয়ে রেখেছেন সেই রহস্য ফাঁস করলেন দীপিকা। তিনি বলেন, প্রতি ছয় মাস পর পর নিজের চেহারায় পরিবর্তন আনেন রণবীর। হেয়ার কাট থেকে শুরু করে পারফিউম, চেহারা সবটাই। আর সব রূপেই রণবীরকে দেখে মুগ্ধ হন দীপিকা। ফের তার প্রেমে পড়েন। এ ছাড়া তিনি আরও বলেন, রণবীর এত ঘন ঘন লুক পাল্টায় যে আমি তাকে নিয়ে কখনোই বের হই না। গত রাতে এক লুকে দেখলাম, সকালে দেখি অন্য লুকে। তবে প্রতিটি লুকেই সে নজর কাড়ে আমার। তাছাড়া রণবীর আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে। এমনও হয়েছে, একেবারেই হঠাৎ এমন সারপ্রাইজ সে আমাকে দিয়েছে, যা কল্পনাও করিনি।