বিনোদন
ঈদে ওটিটিতে মুক্তি পেলো যেসব সিনেমা-সিরিজ
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৫ অপরাহ্ন

ঈদের ছুটিতে কেউ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন, কেউ আবার ঘরে বসে পরিবারের সঙ্গে টেলিভিশন কিংবা ওটিটির ঈদ আয়োজন উপভোগ করেন।
এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে কয়েকটি কনটেন্ট। এর মধ্যে 'মাইশেলফ অ্যালেন স্বপন ২' অন্যতম। এর ঘোষণাই এসেছিলো ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। তাই অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। এছাড়াও প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো এক বিন্দুতে মিলবে কিনা, সে প্রশ্নও ছিল দর্শকদের মনে। ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’।
এখানে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া প্রথম মৌসুমের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় মৌসুমেও। এবার মৌসুমের চমক সংগীতশিল্পী জেফার রহমান।
এদিকে প্রথমবারের মতো আশফাক নিপুণের নির্মাণে ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। এটা তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ।
ঈদ উপলক্ষে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই তে মুক্তি পেয়েছে এই সিরিজটি। গল্পটি এমন- টাকার মধ্যে শুয়ে আছে রুনা লায়লা। ছুটছেও টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা সে পেল কোথায়? এমন গল্প নিয়েই সিরিজটি এগিয়েছে। এখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের ওয়েব ফিল্ম। নির্মাতা এখানে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন। ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় ১৭ দিন সিনেমাটির শুটিং করেছেন নির্মাতা। এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ছায়া’। কথা ছিল, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেষপর্যন্ত এটি সিরিজ আকারে মুক্তি পেয়েছে ওটিটিতে। সিনেমার গল্প এমন, অনাথ দুই ভাই–বোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। এ ছাড়া আছেন শবনম বুবলী, পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আই স্ক্রিনে মুক্তি পেয়েছে সিরিজটি।