বিনোদন
‘ভুলকে ভুল বলতে হবে’
স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২৫, সোমবার
সরকার পতন ও দেশের পট পরিবর্তনের পর বিপাকে পড়েছেন অনেক তারকারা। তাদের মধ্যে একজন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। বিশেষ করে এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩- এই পাঁচ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ পাঁচটি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। তবে ভুলকে ভুল বলতে হবে। আমিও সেটা করেছি। অভ্যুথানের সময় আমি কানাডায় ছিলাম। সেখান থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে পোস্ট করেছি। প্রসঙ্গত, বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া। আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘জ্বীন ৩’।