বাংলারজমিন
ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারডুমুরিয়ায় মার্কেটের চালের উপর থেকে মহতুল রহমান খান (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বাজারের খান মার্কেটের টিনের চালের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গোলনা গ্রামের আব্দুল রহিম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাজারের খান মার্কেটের টিনের চালের উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি ব্যবসা সংক্রান্ত কারণে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের ওসি মো. মাসুদ রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
লোহাগাড়া ট্রাজেডি/ না ফেরার দেশে প্রেমাও, বেঁচে রইলো না পরিবারের কেউই
৯