ঢাকা, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘১৮ বছর পর ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি’

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম. নাসের রহমান বলেছেন দীর্ঘ প্রায় আঠারো বছর পরে আপনাদের সঙ্গে এখানে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহ্‌ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। আমরা কয়েকমাস আগে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে ছাত্র-জনতা সম্মিলিতভাবে উদ্ধার করেছি। আমরা এখন নিজেরা অত্যন্ত শান্তিপ্রিয় অবস্থায় জীবন-যাপন করতে পারছি। আমি এই পবিত্র ঈদুল ফিতরের উপস্থিত সবাইকে এবং আপনাদের পরিবারকে ঈদ  মোবারক জানাই। ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি সুন্দর এবং আনন্দের সঙ্গে আপনারা ঈদ উদ্‌যাপন করবেন। ফ্যাসিস্ট আমলে ঈদের নামাজ পড়তে আসা বিরোধীদলীয় নেতাকর্মীদের ধরে নিয়ে গুম, খুন ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করতো। আমাদের অর্জিত বিজয় নস্যাৎ করতে ভারত ওঁৎপেতে আছে। তারা নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে ফায়দা হাসিল করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

 এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। ঈদের দিন সকাল সাড়ে ছয়টায় মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা (র.) পৌর  ঈদগাহ্‌ ময়দানে প্রথম জামাতে অংশগ্রহণ করে নামাজের আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদানকালে এবং নিজ বাড়িতে নেতাকর্মী ও ঈদগাহে উপস্থিত কয়েক হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এরপর জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বর্তমান সরকারে পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। এ ছাড়াও মৌলভীবাজার পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনও ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এরপর সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাতে নামাজের আগে নাসের রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন এবং নিজ বাড়ি সদর উপজেলার বাহার মর্দানে কিছু সময় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status