ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাবেক এমপি আফতাব আদালত চত্বরে জনরোষের শিকার

নীলফামারী প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবার

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য একাধিক মামলার আসামি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। গতকাল ভুয়া, ভোট চোর, দালাল, আগুন খাওয়া বাহিনীর হোতাসহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে বিক্ষুব্ধ লোকজন কিল-ঘুষি, বালুভর্তি পলিব্যাগ ও স্যান্ডেল তার দিকে নিক্ষেপ করে ক্ষোভ ঝেড়েছেন। সূত্র জানায়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ি বহরে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ ও ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং নানাভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আফতাব উদ্দিন সরকারকে রোববার নীলফামারীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে হাজিরা দিতে আনা হলে এ ঘটনা ঘটে। 
এদিন দুপুরে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি, স্যান্ডেল, থুথু ও বালু নিক্ষেপ করে। পরে আদালতে তোলা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। 
উল্লেখ্য, গত ৫ই মার্চ রাতে রংপুর শহরের সেনপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। সেখানে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি হত্যা মামলায় আটক দেখানো হয়। এদিকে, অধ্যাপক রফিকুল ইসলামের আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, তার দলের ৭০-৮০ জন লোক অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর আহত হন রফিকুল ইসলামসহ তার দলের নেতাকর্মী। এদিকে, মাসুদ বিন আমিনের আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী জানান, বিগত স্বৈরাচার সরকারের আমলে ডোমার-ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারসহ তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ডোমার উপজেলা যুবদল নেতা মাসুদ বিন আমিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাকে বিভিন্নভাবে নির্যাতন করে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status