ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রায়পুরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবারmzamin

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বিকালে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। 
তবে এ হামলার জন্য শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরকে দায়ী করছেন। দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এর জেরে বিকালে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীম সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে বেদম মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী আবু খাঁ, নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান, জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর খাসেরহাট এলাকায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহমেদ বলেন, নানা অপরাধে গত ২১শে ডিসেম্বর ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইজ উদ্দিন মারা যায়। বেশ কয়েকজন আহত হয়। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করার খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে সাইজ উদ্দিন মারা যায়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status