ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত জি কে গউছ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পবিত্র ওমরাহ পালন শেষে হবিগঞ্জ ফিরে পিতা-মাতা ও বড় বোনসহ শায়েস্তানগর কবরস্থানে সকল মুর্দাগণের কবর জিয়ারত করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ। সোমবার বিকাল সাড়ে ৩টায় তিনি হবিগঞ্জ এসে পৌঁছেন। প্রথমেই শায়েস্তানগরে আলহাজ জি কে গউছ তার পিতা-মাতা ও বড় বোনসহ সকল মুর্দাগণের কবর জিয়ারত করেন। পরে উপস্থিত হাজার হাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে বাসায় ফেরেন। বাসায় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বেলা ২টা থেকেই শায়েস্তানগর প্রধান সড়কে নেতাকর্মীরা জড়ো হন। এরআগে আলহাজ জি কে গউছ গত ২রা এপ্রিল দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার হবিগঞ্জ ফেরেন। তিনি গত ৯ই মার্চ ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তিনি পবিত্র কাবা শরীফে ১০ দিন ইতিকাফ করেন। উনার সঙ্গে ছিলেন স্ত্রী আলহাজ ফারহানা গউছ হ্যাপি ও আপন ছোট বোন আলহাজ মুহিতুন্নেছা মিতু। এর পূর্বেও তিনি অসংখ্যবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা আলহাজ মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ ফারহানা গউছ হ্যাপি, ছেলে আলহাজ মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status