বাংলারজমিন
শাহাব উদ্দিন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা
নরসিংদী প্রতিনিধি
(১ দিন আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:০১ অপরাহ্ন

রায়পুরায় মধ্যনগর শাহাব উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা উপলক্ষে উপহার সামগ্রী বিতরন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুল মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেরানীগঞ্জ কাচাঁমাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়ার সভাপত্বিতে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (আল আমিন)এর সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি, দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল সহসভাপতি মো: নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আহমদ চৌধুরী মানিক, পাড়াতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া, উপজেলা বিএনপি নেতা আমিনুল হক ফুল মিয়া, সায়দাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ডা: নুরুজ্জামানসহ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ইংরেজী শিক্ষক মো: স্বপন মিয়া, সমাজ সেবক শাহ আলম মিয়া, সাংবাদিক ইমরান আহমেদ মোল্লাসহ বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ।