বাংলারজমিন
ঈদে দুই প্রবাসী নিহত, বিশ্বনাথে শোকের ছায়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবারসিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দুই প্রবাসী পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। ঈদুল ফিতরের দু’দিনের মাথায় দুটি পরিবার হারিয়েছে তাদের আপনজনকে। সমপ্রতি এই দুই প্রবাসীর একজন ওমানের রাজধানী মাসকটের আমলা-ইবরি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ও অপরজন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শামখা এলাকায় সহকর্মীদের হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন সাবুল মিয়া। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। এক সন্তানের জনক সাবুল মিয়া গতকাল সকালে ওমানের মাসকটের আমলা-ইবরি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার ছোটভাই সাজন মিয়া সাবুলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান- দুর্ঘটনার সময় সাবুল যে গাড়িতে ছিলেন, সেটির চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি একটি বাঁধের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাবুল। অপর নিহত প্রবাসী ফয়জুল হক। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী (পাক্কাবাড়ি) গ্রামের হাজী রইছ আলীর ছেলে। দুই সন্তানের জনক ফয়জুল হক সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শামখা এলাকায় নিজ কর্মস্থলে ব্রাহ্মণবাড়িয়ার দুই সহকর্মীর হামলায় নিহত হন। সমপ্রতি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। তার খালাতো ভাই মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফয়জুলের মরদেহ এখনো আবুধাবীর একটি হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে, দুই প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবারে ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে, চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।