ঢাকা, ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গেছে : শিশির

স্টাফ রিপোর্টার

(৬ দিন আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৬:২০ অপরাহ্ন

mzamin

"শহীদ সাদমানদের রক্ত দিয়ে 'নতুন সংবিধান' লেখা হয়ে গিয়েছে। জীবিত সাদমানদের রক্তেই সেই নতুন সংবিধান প্রতিষ্ঠিত করা হবে"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (NCP) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

তিনি বলেন, "আমরা চাই, বাংলাদেশে একটি নতুন সংবিধান তৈরি হোক, যেখানে প্রকৃত অর্থেই জনগণের ক্ষমতায়ন হবে এবং একব্যক্তিকেন্দ্রিক, একপরিবারকেন্দ্রিক ক্ষমতার কোনো সুযোগ থাকবে না।"

শুক্রবার (৪ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামে শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জয়নাল আবেদীন শিশির বলেন, "শহীদ সাদমানরা বাংলাদেশকে এক অন্ধকার, রুদ্ধশ্বাস পরিবেশ থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই দেশের মানুষ আজীবন তাদের স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে এবং ইতিহাসের পাতায় তাদের অবদান অধ্যয়ন করবে। আমরা বিশ্বাস করি, সাদমানদের রক্তে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই রক্তকে আমরা পবিত্র রক্ত মনে করি। এ রক্তের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ পরাজিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, লালমাই উপজেলা এএসপি নেতা গাজী হুমায়ুন কবির, ওমর ফারুক, মাঈন উদ্দিন,কবির হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল সিদ্দিকী,সদর দক্ষিণ উপজেলার সদস্য সচিব শরিফুল ইসলাম রাকিব, সদস্য হান্নান, ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা কাউসার আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা মুখপাত্র মো. জাহিদুল ইসলাম ফারাবী এবং মুখ্যসংগঠক মেহেদি হাসান শুভ। এছাড়া, সদস্য ইয়ামিন, নাজমুল হাসান জয়, রাকিব, ফারুকসহ শহীদ সাদমানের আত্মীয়-স্বজনরা কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status