বাংলারজমিন
মাদারীপুরে আগুনে পুড়লো ১৯টি দোকান
মাদারীপুর প্রতিনিধি
(৬ দিন আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:০৯ অপরাহ্ন
মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান।পরে খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ভোররাতে শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ অন্তত ১৯টি দোকান। তিনি আরো বলেন, বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।