বাংলারজমিন
‘১৭ বছর আমরা বাড়িতে থাকতে পারিনি’
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ডাকসু সদস্য ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন- গত ১৭ বছর আমরা বাড়িতে থাকতে পারিনি, ঈদে বাড়িতে আসতে পারিনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীকে শান্তিতে ঘুমাতে দেয়নি। গত বুধবার উপজেলার মুদাফফরগঞ্জ আনছারিয়া ফাউন্ডেশন প্রাঙ্গণে লাকসাম বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের চৌকস বুদ্ধিমত্তা ও বিস্ময়কর নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনাকে আজকে বিতাড়িত করার কারণে আমরা এবার বাড়িতে ঈদ করতে পেরেছি।
তিনি আরও বলেন, বর্তমান কিছু সংখ্যক মানুষ নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। দল যত বড় হবে দলের প্রতি দ্বি-মতামত থাকবেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে লাকসামের বিএনপি ঐক্য বলে মনে করেন তিনি। এ সময় তিনি দলের জন্য তার ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সকলে মতামত ও হানাহানি ছেড়ে দিয়ে ধানের শীষের প্রতীকের নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, যুবদল নেতা কামাল হোসেন পাটোয়ারী, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কাজী মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।