অনলাইন
গৃহবধূকে নিয়ে লাপাত্তা স্কুলছাত্র
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

রাজশাহীর তানোরে গৃহবধূকে নিয়ে পালিয়েছে নবম শ্রেণীর এক ছাত্র। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তাদের। এতে ছেলের পরিবার রয়েছে চরম দুশ্চিন্তায়। গত সোমবার তানোরের কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রাম থেকে পালিয়ে যায় তারা।
জানা গেছে, বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করতো স্থানীয় এক ব্যক্তির মেয়ে। দশম শ্রেণীতে পড়া অবস্থায় গত বছরের জানুয়ারি মাসে ফুফাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়েতে রাজি ছিল না মেয়ে। এদিকে একই স্কুলের মারুফ নামে নবম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থাকায় বিয়ের দেড় বছর পর গত সোমবার স্কুলছাত্রের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে ওই গৃহবধূ। এরপর তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, দুজনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
।
পাঠকের মতামত
নবম শ্রেণির ছাত্র বৌ পালবে কি করে । পশ্চিমা দেশে কাজ মিলে । ছেলে মেয়ে দুজনে কাজ করে সংসার চালানো সম্ভব হত। বাংলাদেশে অসম্ভব। বিবাহিতা মেয়েটি ভুল করেছে । ছেলেটি ও ভুল করেছে । দুজনের জীবন নষ্ট।
এদের বয়স প্রযোজ্য ক্ষেত্রে ১৮ বা ২১ না হলে এদেরকে ভালবাসা বাসির সম্পর্ক ও লিভিং টুগেদার করা অনুমতি দিয়ে লেখা পড়া করানো হোক।
এদের ধরে এনে কঠিন ধোলাই দেওয়া দরকার....... মাইরের উপর ওষুধ নেই।