অনলাইন
বাংলাদেশ সরকার নিজের বিরুদ্ধেই কাজ করছে: মার্কিন বিশেষজ্ঞ
তারিক চয়ন
(১ বছর আগে) ৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটিকে বিশ্বাসযোগ্য করতে বেপরোয়াভাবে চেষ্টা করছে সরকার। কিন্তু, এর মধ্য দিয়ে সরকার মূলত নিজের বিরুদ্ধেই কাজ করছে। ওয়াশিংটনভিত্তিক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিংক ট্যাংক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এমন মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (বাংলাদেশ সময় ০৭ জানুয়ারি) তিনি লিখেছেনঃ গত ১৪ বছরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা মার্ক্সের (কার্ল মার্ক্স) সেই উক্তি-ই স্মরণ করিয়ে দেয়: "ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে-প্রথমে ট্র্যাজেডি আকারে, দ্বিতীয়বার প্রহসনরূপে।" এর আগে দুটি কারচুপিপূর্ণ নির্বাচনের পর সরকার এখন বেপরোয়াভাবে তৃতীয়টিকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে-কিন্তু সরকার মূলত নিজের বিরুদ্ধেই কাজ করছে।
নির্বাচনের আগের দিন (০৬ জানুয়ারি) আরেকটি পোস্টে কুগেলম্যান লিখেছিলেনঃ আগামীকালের নির্বাচন যতো না বাংলাদেশের নির্বাচন, তারচেয়ে বেশি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির নির্বাচন হবে। কোনো সত্যিকারের বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন মূলত সংসদকে সাজাবে যেখানে আওয়ামী লীগ তার আধিপত্য বজায় রাখবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মানবজমিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে গভীর মনোযোগ রাখা মার্কিন বিশেষজ্ঞ কুগেলম্যান বলেছিলেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী এবং সজাগ। বাংলাদেশকে নিজের মূল্যবোধভিত্তিক বৈদেশিক নীতির উদাহরণ বানাতে চায় দেশটি। এক্ষেত্রে সফল হবে বলেও তারা আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোকে বাংলাদেশের জন্য একটি 'সিগন্যাল' বলেও মন্তব্য করেছিলেন তিনি।
পাঠকের মতামত
আমাদের ওপেনিং জুটির মারদাঙ্গা খেলোয়াড় জনাব আব্দুল মোমিন সাহেব নিজেদের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন।দেখি কি হয়।
বেশি কথা নয় গনপাপতন্ত্র র চিত্র এরুপই হয় ।
কোন দেশ কি বললো সেটা বিষয় না। বিষয় হলো, দেশে একনায়কতন্ত্র কায়েম হলো। বি এন পি নিশ্চিহ্ন হবে। গৃহপালিত বিরোধী দল তৈরি হবে। আওয়ামী গৃহদাহ শুর হবে দলে চেইন অব কমান্ড ভেঙে যাবে। ব্যাংক লুট হবে, নামে বেনামে টাকার পাহাড় হবে। দেশে নেতৃত্ব শুণ্যতা দেখা দিবে। দেশ তৃতীয় বিশ্ব যুদ্ধ ও দুর্ভিক্ষের কবলে পড়বে। মূলকথা.. আজকে যে আনন্দ করছেন, আগামীতে তা কান্নায় পরিনত হবে। এটাই ইতিহাস।
আপনাদের গনতন্ত্র সম্মেলনে বাংলাদেশ থেকে আরো খারাপ গনতন্রের দেশকে নিয়েছেন ! তারপরে ও কি বলবেন বাংলাদেশে কোন লোভের জন্য বেকায়দায় ফেলতে চাচ্ছেন ?? আপনাদের কাছে গনতন্তের কত রকমের সংজ্ঞা আছে ? কোন দেশটাতে আপনারা গনতন্ত্র কায়েম করেছেন ? বরং তথাকথিত রিজিম চেন্জ এর নামে গনতান্ত্রিক দেশে সামরিক সরকার কায়েম করেছেন যাতে শোষণ করতে সুবিধা হয় আপনাদের !!!
এটা আবার বাইডেনের নতুন কোন উপদেষ্টা নাকি! যে যাই বলুক বিএনপির আর কোন নাম গন্ধ থাকবে না। পাবলিক এদের কোন পাত্তা দিল না। এরা এখন আমেরিকা চলে গেলেই পারে!
sd
এই নির্বাচনে ভারতের নিকট পশ্চিমাদের লজ্জাজনক পরাজয়।ভারত আর আমেরিকা মইন ও ফকরুর ঘাড়ো চড়িয়ো শেখ হাসিনার সরকারকে প্রতিষ্ঠিত করেছিল।আমেরিকা আজ চায়লেও হাসিনাকে ফেলতে পারছে না বা পরল না। তবে হাসিনার অবৈধপন্থায় সরকার গঠন এবার ভারতের জন্য কতটা সুফল বয়ে আনবে সেটা সময় বলে দেবো। কারণ,অর্থনৈতিক চাকা সচল করার জন্য চীনের কোলে গিয়ে হাসিনাকে উঠতে হবে।
এই নির্বাচন এর মাধ্যমে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে