ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

৭ গোলের রোমাঞ্চে অ্যাটলেটিকোকে হারালো জিরোনা

স্পোর্টস ডেস্ক

(৪ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:১০ অপরাহ্ন

mzamin

দুই বছর আগেও স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে ছিল জিরোনা। গতবার লীগে ফিরে ৪৯ পয়েন্ট তুলে মৌসুম শেষ করে দশম হয়ে। এবার সেই জিরোনাই দাপট দেখাচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে শাসন করছে লা লিগার চলতি মৌসুমে। সবশেষ বুধবার রাতে ঘরের মাঠ মন্টিলিভি স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায় জিরোনা। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে জয় পায় মিকেলের দল।

ম্যাচজুড়ে সমানে সমান লড়াই করে জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। জিরোনা এগিয়ে গেলে সমতা ফিরিয়েছে অ্যাটলেটিকো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিট ৩-৩ সমতায় শেষ হওয়ার পর ইনজুরি টাইমে জয় তুলে নেয় জিরোনা। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জিরোনা। গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার ভ্যালেরি ফার্নান্দেজ।

বিজ্ঞাপন
১৪তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার গোলে সমতা টানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার স্যাভিওর গোলে ফের এগিয়ে যায় জিরোনা। ৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন জিরোনার ডাচ্ ডিফেন্ডার ড্যালে ব্লাইন্ড। ৪৪তম মিনিটে মোরাতার দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধান নিয়ে বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে হ্যাটট্রিক করে ম্যাচে সমতা টানেন মোরাতা। এরপর ৯০+১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইভান মার্তিনের নৈপুণ্যে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে জিরোনা।

মৌসুমের অর্ধেক শেষে শীর্ষস্থানীয় দলগুলোর একটি হলেও এখনো শিরোপা জয়ের উচ্চ আকাঙ্ক্ষা করতে নারাজ জিরোনা কোচ মিকেল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লীগ জয় আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া। ইউরোপে (চ্যাম্পিয়নস লীগ, ইউরোপা লীগ বা কনফারেন্স লীগ) পৌঁছানোর চেষ্টা করব। এটিই আমাদের জন্য একটি সাফল্য হবে।’
যে ছন্দে রয়েছে জিরোনা, মৌসুম শেষে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নেয়া দলটির জন্য সহজই হবে। এ ব্যাপারে কোচ মিকেল বলেন, ‘চ্যাম্পিয়নস লীগের মতো বড় কিছু নিয়ে কথা বলতে হলে আমাদের শেষ ১০ ম্যাচে যেতে হবে। তখন আমাদের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলব।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে অবস্থান করছে জিরোনা। ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট দলটির। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। গোল পার্থক্যে পিছিয়ে জিরোনা। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮। মিকেলের ভাষ্য, পয়েন্ট টেবিলে দাপট দেখালেও দুর্দান্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিতে পারবে না তারা। তিনি বলেন, ‘আমরা (রিয়াল) মাদ্রিদের ছন্দের সঙ্গে পাল্লা দিতে পারব না। আমরা এমন কোনো তকমা লাগিয়ে খেলতে চাই না, যেটা আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status