ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সেনাপ্রধান

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
mzamin

বন্যার্তদের যতদিন প্রয়োজন ততদিন সেনাবাহিনী সুনামগঞ্জে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা জানান। জেনারেল শফিউদ্দিন বলেন, ‘জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগকে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এখনও অনেক পানিবন্দি আছে। যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী সুনামগঞ্জে ততদিন থাকবে। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে যে, এর চেয়ে বড় দুর্যোগও মোকাবিলা করতে পারবো আমরা। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা।’ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন। একই দিনের দুপুরে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন আইজিপি ড. বেনজির আহমদ। এসময় তিনি বলেন, পুলিশ বাহিনী ত্রাণ বিতরণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের সহযোগিতায় পুলিশ বাহিনী তাদের জন্য কাজ করবে।  একই সময় সদর উপজেলার মনিপুর বেদেপল্লীতে ত্রাণ বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছে র‌্যাব। এই কষ্টের মধ্যে থেকেও আমরা গরিব-দুঃখী বন্যার্ত মানুষদের সহায়তা করেছি। আমি মনে করি, বাংলাদেশ র?্যাব এই দুর্যোগে মানবিকতা ও সাহসিকতার নজির স্থাপন করেছে। আমি আশা করি, আমরা মানুষকে সেবা করার যে অনন্য উদাহরণ স্থাপন করেছি সেটি আগামীতে বজায় রাখবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status