বাংলারজমিন
ভাড়া বাসায় খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ, মৃত্যু নিয়ে রহস্য
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৪ জুন ২০২২, শুক্রবারখুলনায় ভাড়া বাসা থেকে মো. রমিজ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে- তা নিয়ে রহস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মহানগরীর গোবরচাকা প্রধান সড়কের গোল্ডেন গলির বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। মো. রমিজ (২২) নর্দার্ন ইউনিভারসিটির ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সোনাডাঙ্গা থানার এসআই হরষিৎ মণ্ডল বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে রহস্যজনক আলামত রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমিজ পিরোজপুরের বাসিন্দা।
বিজ্ঞাপন