বাংলারজমিন
বন্যায় আয়-রোজগার নেই বিপাকে বড়লেখার পাটিশিল্পীরা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
বন্যার পানিতে তলিয়ে গেছে বাজার। তাই ছাতা মাথায় পানিতে পাটি নিয়ে দাঁড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন পাটিশিল্পী ষাটোর্ধ্ব নিরেন্দ্র কুমার দাস। কারণ পাটি বিক্রি করে তার সংসারের চাকা চলে। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো ক্রেতার দেখা পাচ্ছিলেন না তিনি। তাই পাশে দাঁড়িয়ে থাকা পাটিশিল্পী ফরিন্দ্র দাসকে দীর্ঘশ্বাস ছেড়ে নিরেন্দ্র বললেন, দিন এভাবে আর চলে না। নিরেন্দ্র কুমার দাস মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউপি’র হাকালুকি হাওরপারের গগড়া গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই বাপ-দাদার কাছ থেকে শেখা এই পেশাকে আঁকড়ে ধরে কোনোমতে পরিবার নিয়ে দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে তার সংসার চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাকালুকি হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে হাকালুকি হাওরের বাংলাবাজার তলিয়ে যাওয়ায় নিরেন্দ্র কুমার পড়েছেন চরম বিপাকে। কারণ বাজারে ক্রেতা নেই।