প্রবাস
ভোট বর্জনের আহ্বান জানিয়ে লন্ডনে লিফলেট বিতরণ
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
(৮ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন
একতরফা ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে লন্ডনে লিফলেট বিতরণ করেছে যুক্তরাজ্য বিএনপি। সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির প্রথম দিন ২৩ শে ডিসেম্বর পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় বাংলাদেশি কমিউনিটির জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রধান প্রধান রাস্তা, দোকানপাট ও রেস্টুরেন্ট সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতেও বিতরণ কার্য চালানো হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় যুক্তরাজ্য বিএনপি , সেচ্ছাসেবক দল , যুবদল সহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে বাংলদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটে তুলে ধরে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আওয়ামী লীগ জোট সরকার আবারো একটি প্রহসনমূলক নির্বাচন করতে যাচ্ছে । ডামি নির্বাচনের নামে নির্বাচন করে জনগণকে ধোকা দিতে চায় ক্ষমতাসীন হাসিনা সরকার । শুভঙ্করের ফাঁকি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে অগণতান্ত্রিক এই নির্বাচন। ৭ই জানুয়ারির নির্বাচনকে বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব ,সিনিয়র যুগ্নসাধারন সম্পদক পারভেজ মল্লিক , সহ -সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান সোহেল , খসরুজ্জামান খসরু , এডভোকেট খলিলুর রহমান , যুগ্ন -সম্পদক বাবুল চৌধুরী , সহ -দফতর সম্পদক সেলিম আহমেদ ,প্রচার সম্পদক ডালিয়া লাকুরিয়া , সহ -প্রচার সম্পাদক মইনুল ইসলাম , সদস্য কামাল উদ্দিন , ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম বাদল , সাধারন সম্পাদক এস এম লিটন, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন , সাধারণ সম্পাদক আবুল হোসেন , কেন্দ্রীয় সদস্য এ জে লিমন , যুবদল কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী , যুবদল নেতা লায়েক মোস্তফা , শেখ সাদিক , মনসুর আহমেদ প্রমুখ।