খেলা
উইন্ডিজ যাওয়া হচ্ছে না সাইফুদ্দিনের
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচটি খেলেছেন গত অক্টোবরে। পিঠের চোটের কারণে দীর্ঘ ৮ মাস টিম টাইগার্সে সুযোগ হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পেয়েছিলেন। তবে সম্পূর্ণ ফিট না হওয়ায় ক্যারিবিয়ান সফরে যেতে পারছেন না সাইফুদ্দিন ।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যেই টেস্ট সিরিজের একটি ম্যাচ শেষ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। আর আগামী ২রা জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। এরপর ওয়ানডে খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটের জন্য বিবেচনায় ছিলেন সাইফুদ্দিন। আগামীকাল মাহমুদুল্লাহ রিয়াদদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার কথাও ছিল। তবে পিঠের পুরনো চোটে সহসা ফেরা হচ্ছে না তার ।
বোলিংয়ের সময় ব্যথা অনুভব করায় বিসিবির মেডিকেল বিভাগ থেকে সাইফুদ্দিনকে আনফিট ঘোষণা করা হয়েছে। বিসিবির সূত্রে জানা যায়, গতকাল রাতে সাইফুদ্দিনের পিঠের চোটের বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়েছে মেডিকেল টিম।
বিসিবির একটি সূত্রে জানা যায়, পিঠের চোট এখনও ভালো না হওয়ায় ফিটনেস ইস্যুতে সমস্যা রয়েছে সাইফুদ্দিনের। এ কারণে টানা বল করতে পারছেন না তিনি। পাশাপাশি বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এ জন্য তাকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাচ্ছে না বোর্ড। যদিও ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল না তার, তবে বোলার সাইফুদ্দিন আনফিট হওয়ায় এই সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না তাকে।’
পিঠের চোটে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সাইফুদ্দিন। এরপর ঢাকা প্রিমিয়ার লীগ দিয়ে মাঠে ফেরেন তিনি। আবাহনীর জার্সিতে ১৪ ম্যাচ খেলে পেসারদের মধ্যে সর্বোচ্চ ২২ উইকেট নেন তিনি। ২৭০ রানও করেন এই বোলিং অলরাউন্ডার।
আগামীকাল মাহমুদুল্লাহর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার। বিসিবি সূত্রে জানা গেছে তাদের ফ্লাইট ২৪শে জুন সকাল ৮টায়। এই ফ্লাইটে থাকার কথা ছিল সাইফুদ্দিনেরও। একই দিনে দেশ ছাড়বেন ওয়ানডে দলের সদস্য তাসকিন আহমেদ। তবে টাইগার পেসারের ফ্লাইট সন্ধ্যা সাড়ে ৭টায়।