ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সোনাইমুড়ীতে খাল দখলের মহোৎসব

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:৪০ পূর্বাহ্ন

mzamin

নোয়াখালীর সোনাইমুড়ীতে চলছে খাল দখলের মহোৎসব। অবস্থাদৃষ্টে মনে হয়, এসব দেখার যেন কেউ নেই। উপজেলার বজরা ইউপির ইসলামগঞ্জ বাজারস্থ নির্মাণাধীন ব্রীজের দুই পাশে মহেন্দ্র খালটি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। অপরদিকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের দু’পাশ দখল করে কয়েকজন ভূমিদস্যু দোকান নির্মাণ করে তা আবার বিক্রি করছে। এদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়, খালের উপর নির্মাণাধীন সেতুর দুপাশে স্থায়ীভাবে পাকা ভবন নির্মাণ করছে কয়েকজন ভূমিদস্যু। ভবনে কর্মরত শ্রমিকদের কাছ থেকে জানা যায়, বজরা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম ও জনি নামে দুজন সেতুর দক্ষিণ পাশে খাল দখল করে সিমেন্টের পিলার দিয়ে দোকানঘর নির্মাণ করছেন। উত্তর পাশে বারাহীনগর গ্রামের নুর আলম (নুরু মিয়া)। এর বিপরীত দিকে (পূর্ব পাশে) আহসান উল্যার ওয়ারিশগণ খাল দখল করে স্থায়ীভাবে ভবন নির্মাণ করছেন। 

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে জানান, ভূমিদস্যুরা প্রভাবশালী। নাম প্রকাশ করলে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে হবে। তারা আরো জানান, একদিকে খাল কাটার নামে পুকুর চুরি, অন্যদিকে খাল দখল করে ভবন নির্মাণ করলেও এখানে স্থানীয় কোন প্রশাসন আছে বলে মনে হয় না। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় খালের উপর অবৈধভাবে ভবন নির্মাণকালে প্রশাসন নীরব থাকে। পরে একের পর এক খাল দখল হয়ে গেলে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয় এবং সরকারিভাবে খাল খননে দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসন হিমশিম খায়। 

দখলদার নুর আলম বলেন, কাগজপত্র কিছুই নেই। সবাই যেভাবে দখলে আছে, আমিও সেভাবে দখল করছি। আপনাদের জন্য কি করতে পারি? সেটা বলেন। 

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন মানবজমিনকে জানান, আপনাদের থেকে খবর পেয়ে আমি সংশ্লিষ্ট তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, এ বিষয়ে আমি আপনাদের থেকে জানতে পেরেছি। অবশ্যই প্রতিনিধি পাঠিয়ে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।  

 

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status